বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার সুফলভোগীদের মাঝে পাওয়ার টিলার, ট্রাক্টর, স্প্রে মেশিন ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে গরু-ছাগল এবং জেলার ৭টি উপজেলার ২২১ জন কৃষকের মাঝে ৩৩ হাজার ফলদ চারা বিতরণ করা হয়।
গতকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং। এছাড়াও জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনসম্পৃক্ততা একান্ত প্রয়োজন। এজন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও নিরাপদ আবাসস্থল তৈরির জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাহাড়ধস ও অতিবৃষ্টি রোধ তথা পরিবেশ সুরক্ষার জন্য সকলে মিলে গাছ লাগানোর মাধ্যমে পার্বত্য এলাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।