জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীন প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ ও সহকারী পরিচালকগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সদর দপ্তরের নবনির্মিত ভবনের ৯ম তলার উদ্বোধন অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, পূর্ব থেকেই বিদেশ গমনেচ্ছুক কর্মীদের দক্ষতা অর্জন, নিরাপদ অভিবাসন ও অভিবাসন ব্যয় সম্পর্কে অবহিত করবেন এবং গ্রাম পর্যায়ে সচেতনতামূলক প্রচার/প্রচারণা চালানোর অনুরোধ জানান তিনি। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সুনামের সাথে মানুষের সেবা প্রদানের আহ্বান জানান।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) ও দায়িত্বপ্রাপ্ত সচিব জাবেদ আহমেদ।

২৫ জন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং ৩৫ জন ইনস্টিটিউট অভ্ মেরিন টেকনোলজি (আইএমটি) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষবৃন্দ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঝশরষষং ধহফ ঞৎধরহরহম ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ (ঝঞঊচ) প্রকল্পের অর্থায়নে নবনির্মিত ৯ম তলাটি নির্মাণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ২০১৬ সালে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ইনস্টিটিউট অভ্ মেরিন টেকনোলজি (আইএমটি) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সমূহের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন, তাদেরকে বিএমইটি’র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয়