শোককে শক্তিতে পরিণত করতে ভূমিমন্ত্রীর আহ্বান

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণাকে সামনে রেখে পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে শোকাবহ দিন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর কালো রাতে ইতিহাসের মহানায়ক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারাই। জাতির পিতার সঙ্গে ঘাতকদের বুলেট ছিনিয়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাসহ তার পরিবারের সদস্যদেরকেও। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর মানুষরূপী পশুরা যারা ১৫ আগস্টকে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল তাদের প্রতি জানাচ্ছি আমার তীব্র ক্ষোভ ও নিন্দা।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয়