বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের শপথ নিতে হবে — শিক্ষামন্ত্রী

স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিশোধ গ্রহণ এবং তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। জাতীয় শোক দিবসে এটাই হোক আমাদের বড় শপথ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ইনস্টিটিউশন অভ্ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, অতিরিক্ত সচিব এফ এম এনামুল হক, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রু ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে তাঁকে হত্যা করে তাঁর নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধরু আদর্শ আজো অম্লান আছে, থাকবে চিরকাল। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করেই আমরা বাংলার মাটিতে তাঁকে চির অমলিন করে রাখবো।

জাতীয়