জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া, বঙ্গবন্ধুর জীবনের ওপর স্থিরচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শন এবং প্রশিক্ষণার্থীদেরকে যুব ঋণের চেক ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানে অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য যুবদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফাইজুল কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আঃ হামিদ খান, সহকারী পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কাজী বন্যা আহমেদ, কর্মচারীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ফোরামের সভাপতি নিয়ামত উল্লাহ বাবু।