চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছেন বঙ্গবন্ধু, হৃদয়ে পৌঁছেছেন নায়করাজ — তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চলচ্চিত্র উন্নয়ন সংস্থা গড়ে জাতির পিতা বঙ্গবন্ধু দেশে যে চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, নায়করাজ রাজ্জাক তার নিপুণতায় তা পৌঁছে দিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়ে।

আজ রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা সম্মেলন কক্ষে নায়করাজ রাজ্জাক স্মরণসভায় প্রধান আলোচকের বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ফেডারেশন অভ্ ফিল্ম সোসাইটিজ অভ্ বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমির সভাপতিত্বে বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের মধ্যে আমজাদ হোসেন, হায়দার রিজভী, সি বি জামান, অনুপম হায়াত, মতিন রহমান, ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, ফাহমিদুল হক, নোমান রবিন তাদের আলোচনায় কিংবদন্তি নায়ক রাজ্জাকের বর্ণাঢ্য কর্মজীবনের নৈপুণ্যের ওপর আলোকপাত করেন।

মন্ত্রী বলেন, অনন্য অভিনয়শৈলী দিয়ে চরিত্র রূপায়নের রাজা হিসেবে মানুষের অন্তরে ঠাঁই নেয়া রাজ্জাক একই সাথে ছিলেন দেশের চলচ্চিত্রকে সুস্থধারায় পরিচালনের অগ্রপথিক।

বিনয়ী ও সদালাপী নায়করাজ চিরঅমর হয়ে রয়েছেন উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, সরকার বঙ্গবন্ধু ফিল্ম সিটি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, ফিল্ম আর্কাইভসসহ চলচ্চিত্র পরিম-লে নায়করাজকে শ্রদ্ধার সাথে স্মরণের ব্যবস্থা নেবে।

এফএফএসবি’র সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুন সভাটি সঞ্চালনা করেন।

জাতীয়