ফসল ঘরে না উঠা পর্যন্ত এনজিওর ঋণ পরিশোধ নয় —এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন ফসল ঘরে না উঠা পর্যন্ত কোন এনজিওর ঋণের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে পরিশোধ করতে হবে না। মড়ার উপর খাড়ার ঘা দেওয়া চলবে না, তাদেরকে উঠে দাঁড়ানোর সময় দিতে হবে, তবেই তারা ঋণের টাকা শোধ করতে পারবে।
মন্ত্রী আজ ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফরিদপুরে এই চরাঞ্চল নিয়ে অতীতের বিএনপি-জামায়াত সরকার অনেক তালবাহানা করেছে। ফরিদপুর সদর আসনের যিনি সংসদ সদস্য ছিলেন তিনি চরের উন্নয়নের কথা বলে হাজার হাজার টন চাল-গম এনেছেন, কিন্তু চরাঞ্চলের হতদরিদ্ররা তা পায়নি।
তিনি বলেন, বর্তমান সরকার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। আপনাদের ছেলে মেয়েরা যাতে সুশিক্ষিত হতে পারে সে জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। যাতায়াত সুবিধার জন্য চরে এখন পাকা সড়ক হচ্ছে। চরাঞ্চলের মানুষ ও অন্যান্য অঞ্চলের ন্যায় সমান সুযোগ সুবিধা পাবে।
উল্লেখ্য, এই সরকারি ত্রাণ বিতরণে নর্থচ্যানেল ইউনিয়নের তিন হাজার জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

জাতীয়