সিফেয়ারার্স একটি চ্যালেঞ্জিং পেশা -আইএমও সেক্রেটারি জেনারেল

আন্তর্জাতিক নৌ-সংস্থার (আইএমও) সেক্রেটারি জেনারেল করঃধপশ ষরস বলেছেন, সিফেয়ারার্স (নাবিক) একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় দক্ষ মানব সংকট রয়েছে। দক্ষনাবিক তৈরিতে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রয়োজন; সেক্ষেত্রে সকলকে কাজ করতে হবে।
সেক্রেটারি জেনারেল আজ ঢাকায় হোটেল রেডিসন ব্লু-তে ‘ঝঞজঅঞঊএওঊঝ ঋঙজ চজঙঋঊঝঝওঙঘঅখ উঊঠঊখঙচগঊঘঞ ঙঋ ঝঊঅঋঅজঊজঝ ওঘ এখঙইঅখ ঝঐওচচওঘএ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সেক্রেটারি জেনারেল বলেন, নবীনরা যাতে জাহাজের নাবিকের পেশায় আসে সেজন্য আগ্রহ সৃষ্টি করতে হবে। অর্থনীতির বড় একটি ফ্যাক্টর মেরিটাইম সেক্টর। মেরিটাইম সেক্টরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আইএমও-তে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়। আইএমও’র নীতিনির্ধারণীসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আব্দুল বাতেন এবং নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম।
আইএমও’র সেক্রেটারি জেনারেল ২৯ আগস্ট রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জাতীয়