জাতীয় বেতার ভবনেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অজেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের প্রথম জানাজা এবং তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হলো।
মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সদর দপ্তর প্রাঙ্গণে এ জানাজায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, তথ্যসচিব মরতুজা আহমদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ, আব্দুল জব্বারের স্ত্রী, দুইপুত্র ও কন্যাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আব্দুল জব্বারের মৃতদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল জব্বার।