টঘওউঙ’র মহাপরিচালক লি ইয়ং এর বাংলাদেশ সফর

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (টঘওউঙ) এর মহাপরিচালক লি ইয়ং ৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন। তিনি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। টঘওউঙ’র মহাপরিচালক বাংলাদেশে একটি চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাঁর মিশন শেষে ব্যাংকক হয়ে ঢাকায় এসে পৌঁছবেন।
সফরের সময় মহাপরিচালক লি ইয়ং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন এবং শিল্পমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়াও তিনি বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশে এসডিজি-৯ অর্জনের লক্ষ্যে সমন্বিত ও স্থায়ী শিল্প উন্নয়ন (আইএসআইডি) বিষয়ক একটি সেমিনারে যোগ দেবেন।
তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শন করবেন। শিল্প বিপ্লব আনয়নে বাংলাদেশের শিল্পপার্ক (ইপিজেড ও শিল্পকেন্দ্রিক স্থাপনা) উল্লেখযোগ্য অবদান রাখছে। শিল্প উনয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আরো ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য দেশ জুড়ে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ও সম্যক ধারণা লাভের জন্য লি ইয়ং ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।

জাতীয়