রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে জাতিসংঘের ব্যবস্থা নেওয়া উচিত — আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিশ্ববাসীর এদিকে নজর দেওয়া উচিত। তিনি আরো বলেন, রাখাইনে মানুষের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধে জাতিসংঘের অতিসত্বর ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় সারাদেশে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ায় তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।

ধর্ষণের মামলার বিষয়ে তিনি বলেন, ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতোমধ্যে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে। রূপা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, নির্দেশের আলোকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর মামলা দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

আইন সচিব আবু সালেহ্্ শেখ মোঃ জহিরুল হক এসময় উপস্থিত ছিলেন।

জাতীয়