৫০ রানের জুটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দিয়েছেন সাব্বির-মুশফিক।

তাদের এ জুটির উপর ভর করে কোনরকম অস্ট্রেলিয়ার লিড টপকেছে বাংলাদেশ। দিয়েছে ২২ রানের লিড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদশে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে। মুশফিক অপরাজিত ২০ রানে আর সাব্বির ২৩ রানে।

এর আগে দিনের শুরুতেই পাঁচ উইকেট হারিয়েছে টাইগাররা। তামিম ও ইমরুল কায়েস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর পেরোতে পারেন নি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও।

বাংলাদেশে শেষ পাঁচ ব্যাটসম্যানের স্কোর সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫।

প্রথম উইকেটের পতন ১১ রানে, তারপর ৩৬ রানে দ্বিতীয় উইকেট, আর ৩৬-৪৩ এই ৮ রানের মধ্যে নেই আরও ৩ উইকেট। রীতিমতো উইকেট বিসর্জন দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। আর তাদের কাবু করেছেন অজি স্পিনার নাথান লায়ন। তিনি একাই ধস নামিয়েছে টপ অর্ডারে, নিয়েছেন ৩ উইকেট। ও’কিফ ও কামিন্স নিয়েছেন ১টি করে।

খেলাধূলা