মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধারা (আরসা) একতরফাভাবে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সেনাবাহিনীর চালানো অত্যাচার, নির্যাতন ও বর্বরতার অবসানের দাবিতে এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দিতেই এই অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)।
শনিবার এক বিবৃতিতে এ অস্ত্রবিরতির ঘোষণা দেয়া হয়। আজ থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। খবর আল-জাজিরা’র।
নিজেদের অস্ত্রবিরতি ঘোষণার পাশাপাশি ওই বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিও অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে আরসা।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ও সেনাচৌকিতে হামলার ঘটনা ঘটে। এর জন্য মিয়ানমার কর্তৃপক্ষ আরসাকে দায়ী করে। পরে এর সূত্র ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। সেনা অভিযানের ফলে রাখাইনে সৃষ্ট মানবিক সংকট সৃষ্টি হয়। সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে তিন লাখেরও বেশি রোহিঙ্গা।