দেশের সীমিত সম্পদের সময়ানুগ ও সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ বিসিএস প্রশাসন একাডেমিতে ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা ও এর প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তৃতায় একথা বলেন। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফারহিনা আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে কর্মকর্তাদের আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। কিভাবে প্রকল্প আরো দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের কাছে পরামর্শ কামনা করেন।
ফারহিনা বলেন, প্রকল্পের মূলকাজের পূর্ববর্তী গবেষণাকর্মটি সঠিকভাবে করা ছাড়া প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। সঠিক প্রকল্প পরিকল্পনা গ্রহণে বেসলাইন তথ্য অপরিহার্য। তাই, এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা আরো বাড়াতে হবে। ফারহিনা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ও প্রজেক্ট স্টিয়ারিং কমিটির বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।