৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক, মানসিক ও মেধাবিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলায় শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে রাখে। এ ধরণের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য চেতনা বন্ধুবাৎসল্যের সৃষ্টি করে। খেলাধুলা শারীরিক উন্নতি ও সুস্থ পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করে।
নাহিদ আরো বলেন, শুধু পাঠ্যপুস্তকের শিক্ষাই যথেষ্ট নয়। চারপাশের জগৎ সম্পর্কে জানতে হবে এবং এই আহরিত জ্ঞান সঠিকভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, অতীতে মেয়েরা শিক্ষায় পিছিয়ে ছিল। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে এক্ষেত্রে সমতা অর্জন করা সক্ষম হয়েছে। আজ খেলার মাঠেও ছেলে মেয়েদের সমতা অর্জন সম্ভব হলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একে এম গোলাম কিবরিয়া তাপাদার, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল আলী ও জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন। পরে মন্ত্রী ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উল্লেখ্য, দেশের দশটি শিক্ষাবোর্ড, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সারাদেশ থেকে আগত ৫ শত ২৮ জন শিক্ষার্থী এ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

খেলাধূলা