আবু নাঈম রিপন: শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: রোববার শিবপুর উপজেলার কুতুবেরটেক, গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিন (৩৫) কে দিন দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী ভাতিজা আলী আহমদ ( ৩০)। সূত্র মতে জানা যায় কিছু দিন পূর্বে দীর্ঘদিন বিদেশ থেকে দেশে আসে ভীকট্রিম জসিম উদ্দিন। জসিম ঘর নির্মান করতে গেলে বাধাদেয় আলী আহমদ গং । এর ঐ জের ধরে ঘটনার দিন সকালে শাহজাহানের বাড়ী থেকে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ী ফিরার পথে পূর্ব থেকে উৎ পেতে থাকা আলা উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাস আলী আহমদ (৩০) ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে জসিমকে এলোপাথারি কুপিয়ে জখম করে। জসিম মাটিতে লুটিয়ে পরে, জসিমকে বাচাঁতে তার ছেলে রাখিল, স্ত্রী রানু, ও সানি এগিয়ে এলে তাদেরকে মারধর করে। স্ত্রী কন্যার আর্তচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জসিমকে উদ্ধার করে, প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে । জসিম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে এলাকার ব্যবসায়ী প্রতিবেশী মো; শাহজাহান ও রুক মিয়া জানান, আলী আহমদ একজন সন্ত্রাস এবং কেবা কাহারা রাতের আধারে কিছু গাছ কর্তন করে জসিম উদ্দিনের বাড়িতে নিয়ে রাখে, জসিম উদ্দিন গং দের বিরোদ্ধে মামলা করার জন্য এসব চক্রান্ত চলছে। উপরোক্ত বিষয়ে জসিমের স্ত্রী রানু বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার নং ২১ তারিখ ১৭/০৯/২০১৭ইং আসামীরা হলেন, আলী আহমদ, মোর্তজা , আলা উদ্দিন, মোশারফ, কিরন। অন্য সূত্রে জানায়, এলাকার কিছু লোক নিজেদের ফায়দা লুটার জন্য কোন না কোন পক্ষকে উসকানি দিয়ে গ্রামে মধ্য বিশৃংখলা সৃষ্টি করে রাখে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী আসামী আলাউদ্দিন ও মোর্তজাকে শিবপুর থানার এসআই রেজাউল এর নিকট সোপর্দ করে। গতকাল সোমবার আসামীদের কোর্টে প্রেরণ করেন।