ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্ব শুরু

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। দারিদ্র্য ম্যাপ অনুসারে দেশের ১৫টি জেলার ২৪টি উপজেলায় বাছাইকৃত ৩৭ হাজার ৫৮৮ জন সুবিধাভোগীর অংশগ্রহণে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রম বাস্তবায়িত হবে।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৫ম পর্বের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ড. বীরেন শিকদার। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এবং জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলায় ১ লাখ ১১ হাজার ৬৯৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সুবিধাভোগীদের ব্যাপক অংশগ্রহণ সরকারি বিভিন্ন বিভাগে কর্ম-চাঞ্চল্য সৃষ্টি ও সেবার পরিধি এবং মান বৃদ্ধি করেছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরকার ঘোষিত টেকসই উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক একটি কার্যক্রম। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে একদিকে যুবদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে মাইলফলক হিসেবে কাজ করছে।

জাতীয়