বিদেশি পর্যটকরা আমাদের সংস্কৃতির সাথে জড়িত পর্যটন কেন্দ্র ভ্রমণে বেশি আগ্রহী — আসাদুজ্জামান নূর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। বিদেশি পর্যটকগণ শুধু আমাদের বিখ্যাত পর্যটনকেন্দ্র দেখতেই এদেশে আসেন না, তারা আমাদের জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে বেশি আকর্ষণবোধ করেন। তিনি বলেন, দেশে বিদেশে আমাদের রন্ধনশিল্পের বেশ সুনাম রয়েছে। বিদেশে যেসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের সুনাম ও খ্যাতি রয়েছে, তার বেশিরভাগ মূলত বাংলাদেশের। এটিকে বাংলাদেশে আরো বেশি হারে পর্যটক আকর্ষণের হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি‘র সবুজ চত্বরে ফুড ফেস্টিভাল ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

পরে মন্ত্রী বিভিন্ন ফুড স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
#

জাতীয়