রোহিঙ্গা এতিমশিশুদের স্মার্টকার্ড প্রদান করা হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আজ সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রাখাইন থেকে আগত এতিমশিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদসম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে উদারতা দেখিয়েছেন, তা ইতিহাসে বিরল। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাখাইন থেকে আগত এতিমশিশুদের আমাদের দেশীয় শিশুদের মতো করে দেখভাল করার নির্দেশ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিমশিশুর জন্য স্মার্টকার্ড প্রদানের ব্যবস্থা হচ্ছে। এক্ষেত্রে শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিমশিশু কিশোরদের আলাদা করে তাদের থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। এজন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন এর কাছ থেকে নেবার ব্যবস্থা করা হচ্ছে বলে সংবাদসম্মেলনে প্রতিমন্ত্রী জানান।
তিনি আরো বলেন, ইতোমধ্যে গুগোল ফরমের মাধ্যমে প্রায় ২ হাজার এতিমশিশুর ডাটাবেইস তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি শিশুদের ডাটাবেইস তৈরি সম্পন্ন হবে এবং স্মার্টকার্ড দেয়া হবে।
এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সব মিলিয়ে প্রায় ৬ হাজার রোহিঙ্গা এতিমশিশু আমাদের দেশে প্রবেশ করে থাকতে পারে। এসব এতিমশিশুদের আলাদাভাবে মানসম্পন্ন খাবার দেয়া হবে। সরকার বর্তমানে দেশে ১৩২ টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালণপালন করে আসছে।

জাতীয়