জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রোহিঙ্গাদের সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরগৃহীত পদক্ষেপ কমিটিকে অবহিত করেন।
কমিটি দক্ষিণ কোরিয়াপ্রদত্ত ফান্ড দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আওতাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
বৈঠকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন করার সুপারিশ করা হয়। কমিটি গোপালগঞ্জ জেলায় এসেনশিয়াল ড্রাগস লিঃ কে পৌরসভা থেকে আগামী এক মাসের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করে।
বৈঠকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সম্প্রসারণের কার্যক্রম, ওটি’র সংখ্যা বৃদ্ধি এবং সিসিইউতে সেবা আরো বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগের সুপারিশ করা হয়। কমিটিতে দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের ১১ ও ১৩ সেপ্টেম্বরের বৈঠকে উত্থাপিত ‘বাংলাদেশ কলেজ অভ্ ফিজিসিয়ানস এন্ড সার্জনস বিল ২০১৭’ এবং ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিল, ২০১৭’ এর ওপর বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার এবং জুয়েল আরেং অংশগ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।