ঢাকার কামরাঙ্গীচরে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে গতকাল বুধবার ২৭ সেপ্টেম্বর’১৭ই তারিখে কামরাঙ্গারীরচর আশ্রাফাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড এর সম্মানীত কাউন্সিলর হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কামরাঙ্গীচর থানার ওসি মোঃ শাহিন ফকির এবং আশ্রাফাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সভায় মূল বিষয়ের ওপর আলোকপাত করেন ইসলামিক রিলিফ, বাংলাদেশের প্রোগ্রাম কোওর্ডিনেটর জনাব খাবিরূল হক কামাল। মূল বক্তবে তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে বলেন, বাংলাদেশকে শিশুশ্রম মুক্ত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, এ প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশুদেরকে কাজ থেকে সরিয়ে এনে শিক্ষার মুলধারায় নিয়ে আসা, শিশুশ্রম নির্ভর পরিবার সমূহকে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা এবং সরকার ও স্থানীয় সংস্থা সমূহের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সরকারের শিশুশ্রম নিরসন পরিকল্পণা বাস্তবায়নকে গতিশীল করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
প্রকল্প অফিসার জনাব শেখ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, বাংকের কর্মকর্তা, কারখানার মালিক, শিশুশ্রমিক ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।