শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে সৃজনশীল বই পড়ার সুযোগ দিতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরের পাবলিক ময়দানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী উদ্দীপনা পুরস্কার বিতরণ ও শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বলেন, আলোকিত জনগোষ্ঠী গড়তে সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল উদ্যোগসমূহের সুফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ পেতে শুরু করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের অন্যান্য সৃজনশীল বই পড়ার সুযোগ করে দিতে হবে। এতে ছাত্রছাত্রীদের মেধা ও মননের বিকাশ ঘটবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঝবপড়হফধৎু ঊফঁপধঃরড়হ ছঁধষরঃু ধহফ অপপবংং ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ (সেকায়েপ)-এর আওতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে ২৬শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

জাতীয়