বাল্যবিবাহ দিয়ে মেয়েদের সর্বনাশ না করার পরামর্শ প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে পাবলিক ময়দানে আয়োজিত এক মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাল্যবিবাহ দিতে মায়েদের নিরুৎসাহিত করেন। প্রতিমন্ত্রী বলেন, সবকাজেই মেয়েরা মেধা ও সাফল্যের স্বাক্ষর রাখছে। বাল্যবিবাহ দিয়ে মেয়েদের সর্বনাশ না করার পরামর্শ দেন তিনি।
স্কুলের ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময় পরপর খেতে দিতে হয়। ক্ষুধার্ত থাকলে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারে না বলে তিনি মতামত ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের স্কুলে আসার সময় টিফিনবক্সে দেশি ফলফলাদি ও ঘরে তৈরি খাবার দিতে মায়েদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণির ১৮শ’ ছাত্রছাত্রীকে টিফিনবক্স প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাতীয়