পদ্মা সেতু এখন আর স¦প্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ানো এ সেতু শেখ হাসিনার সাহসী নেতৃত্বের সোনালী ফসল। আজ সকালে জাজিরা প্রান্তে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মাঝে সুপার স্ট্রাকচার/স্প্যান স্থাপনের কাজ অবলোকনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্প থেকে নিজেদের গুটিয়ে নিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে নিজস¦ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়। সকল অনিশ্চয়তার মেঘ কেটে পদ্মা সেতু আজ আর রঙিন স¦প্ন নয়, বাস্তবতা।
এসময় মন্ত্রী জানান, ৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এ সেতুতে আরো ৪০টি স্প্যান বসবে, ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পের কাজ শতকরা সাড়ে ৪৭ ভাগ শেষ হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
স্প্যান স্থাপনকালে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, প্রকল্প পরিচালক প্রকৌশলী সফিকুল ইসলামসহ নির্মাণ প্রতিষ্ঠান, নির্মাণ তদারকি প্রতিষ্ঠান, সেতু বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।