চিরিরবন্দর পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী পলাশ গাছের চারা রোপন

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুর চিরিরবন্দরে পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও সাইতাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার পলাশবাড়ীতে পলাশ গ্রামের দুই কি:মি রাস্তায় ঐতিহ্যবাহী ১ হাজার পলাশ গাছ রোপন অভিযানে আজসোমবার সকালে উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়ন অফিসের সামনে পলাশ গাছ রোপন কর্মসূচিরউদ্ধোধন করেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেনজাতীয় সংসদের সিনিয়র এসিসটেন্ট সেক্রেটারী মো: মাসুম আহমেদ, সাইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোকারম হোসেন, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মো: শাহাজাহান সরকার,ইউপি সদস্য এনামুল হক,শাহীন ইসলাম প্রমূখ।
এর আগে সাইতাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মো: মোকারম হোসেনের সভাপতিত্বে পলাশবাড়ী গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহিত মতবিনিময় সভা মিলিত হয়।এ সময় প্রধান অতিথী মো: গোলাম রব্বানী তার স্বাগত বক্তেব্য বলেন,এ আয়োজনের উদ্দেশ্য শুধু এক হাজার চারা রোপন করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে আমাদের সামাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা। যা তরুন সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে। এ অয়োজনের সাথে স¤পৃক্ত দশজন তরুনও যদি তার নিজের বাড়িতে, বা এলাকায় এ কাজটি শুরু করে তাহলে এ ধরনের কর্মসূচি আরো দশগুন বেগবান হবে। অর্থ্যাৎ আরো দশটি গ্রাম বা শহরে একশজন একাজে সম্পৃক্ত হবে।

সারাদেশ