কলম্বোতে বাংলাদেশের স্পিকার ও ভারতের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

কলম্বোতে সফররত স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ও ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন গতরাতে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উভয় দেশের স্পিকার ‘৮ঃয ঈড়হভবৎবহপব ড়ভ ঃযব অংংড়পরধঃরড়হ ড়ভ ঝঅঅজঈ ঝঢ়বধশবৎং ধহফ চধৎষরধসসবহঃধৎরধহং’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কলম্বোতে অবস্থান করছেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার ১-৮ নভেম্বর ২০১৭ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, ৬৩তম সিপিসি’র আয়োজনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। তিনি আসন্ন ৬৩তম সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ ও বিভিন্ন সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্য ও অন্যান্য সদস্যসহ প্রায় ছয়শত প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের স্পিকার সুমিত্রা মহাজন বলেন, বিগত আইপিইউ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন সিপিএ সম্মেলন আয়োজনেও বাংলাদেশ সফল হবে। ৬৩তম সিপিসিতে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে একটি বড় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন বলে তিনি বাংলাদেশের স্পিকারকে অবহিত করেন।
উভয় দেশের স্পিকার পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয়