চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে — প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে প্রাথমিক শিক্ষায় অর্জিত সাফল্য আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃতি পেয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে ও তাদেরকে দায়িত্ববান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের চলমান শিক্ষাবান্ধব কর্মসূচির প্রতি শিক্ষকদের একাত্ম হতে হবে।
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ কাকরাইলে আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিপু সুলতান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, শিক্ষক নেতা মনসুর আলী, অধ্যক্ষ শরীফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ কামাল হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত জাতিকে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদে রূপান্তরে ৩৬ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়ক মেধাবী জাতি গঠনে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। এসময় কিছু টেকনিক্যাল কারণে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব হয়নি। তিনি এসব বিদ্যালয় জাতীয়করণসহ আয়োজক সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতি গঠনের হাতিয়ার হিসেবে উল্লেখ করে শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।

জাতীয়