শিশুদের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের আরো মনোযোগী হতে হবে। তাদের বাড়ন্ত শরীরের জন্য প্রচুর পুষ্টির প্রয়োজন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে সুফলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ছাত্রছাত্রীদের টিফিনবক্স বিতরণ উপলক্ষে আয়োজিত এক মা-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের নির্দিষ্ট সময় পর পর ক্ষুধা লাগে। ক্ষুধার্ত অবস্থায় শিশুরা পড়ালেখায় মনোযোগী হতে পারে না। ক্ষুধা লাগলে তাদের অবশ্যই খেতে দিতে হবে।
এসময় তিনি টিফিনবক্সে সবসময় কিছু খাবারসহ স্কুলে পাঠানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির ১ হাজার ৮৪৭ ছাত্রছাত্রীকে টিফিনবক্স বিতরণ করা হয়।