বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত একটার কিছু পরে ঢাকার এলিফ্যান্ট রোডে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের এই নেতা অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি আরও জানান, এম কে আনোয়ারের চারটি জানাজা হবে। সকাল ১০টার দিকে কাঁটাবন মসজিদ, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়, বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনে ও আগামীকাল বুধবার কুমিল্লার হোমনায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল হোমনাতেই তাঁর মরদেহের দাফন অনুষ্ঠিত হবে।
১৯৫৩ সালে তৎকালীন সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক্যাবিনেট সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরে যান। চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯১ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন।
কুমিল্লার হোমনা আসন থেকে এই নেতা একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের প্রতি সমবেদনা জানাতে এম কে আনোয়ারের বাসায় যাবেন মির্জা ফখরুল।