এবছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ই-নাইন ফোরামের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে গৃহীত ঢাকা ডিক্লারেশনের সিদ্ধান্ত পুনরুল্লেখ করে নিজ নিজ দেশের অভিজ্ঞতা আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নাহিদ ১ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী ই-নাইন দেশসমূহের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সম্মানে দেয়া মধ্যাহ্ন ভোজসভায় এ আহ্বান জানান। ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তানের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানগণ এ সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ই-নাইন দেশসমূহের কার্যকর সহযোগিতা ছাড়া এসডিজি-৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়। এ নয়টি দেশে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগ বাস করে, যাদের মধ্যে বয়স্ক নিরক্ষতার হার অনেক বেশি। এসব দেশে বয়স্ক নিরক্ষতার হার শতকরা প্রায় ৭০ ভাগ। সভায় ই-নাইন দেশসমূহের প্রতিনিধিগণ লক্ষ্য অর্জনে ঢাকা ডিক্লারেশনের আলোকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ।
শিক্ষামন্ত্রী ইউনেস্কো সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংস্থাটির পরবর্তী দুই বছরের কর্মসূচি ও বাজেট চূড়ান্ত করার জন্য প্রতি দুই বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন সম্মেলনে অংশ নিচ্ছেন।