স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সিপিএ সংসদীয় গণতন্ত্রের চর্চা ,দারিদ্র্যবিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্মল ব্রাঞ্চেস দেশগুলোর সাথে একসাথে কাজ করে যাচ্ছে।
স্পিকার আজ স্থানীয় একটি হোটেলে ৩৬তম স্মল ব্রাঞ্চেস কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্মল ব্রাঞ্চেস দেশগুলো চ্যালেঞ্জ মোকাবিলা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর স্বার্থে কাজ করবে উল্লেখ করে স্পিকার বলেন, তিনবছর সিপিএ’র দায়িত্ব পালনকালে তিনি সংস্থার উন্নয়নে সবসময় কাজ করেছেন। স্পিকার বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে ও সংসদূীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিপিএ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, তরুণ প্রজন্ম রাজনীতিতে সম্পৃক্ত হলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শারমিন চৌধুরী বলেন, জেন্ডার সমতা ও সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণেও সিপিএ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন জীবনযাত্রাকে পরিবর্তন করে দিচ্ছে। বাংলাদেশ জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ক্ষতির হুমকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। তাই প্যারিস চুক্তির আলোকে জলবায়ুর অভিঘাত ও ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, এ কনফারেন্সের মাধ্যমে স্মল ব্রাঞ্চের দেশগুলোর একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে ব্রাঞ্চের দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে যা পরবর্তীতে চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।