ঈশ^রদীতে দেড় হাজার কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ দিলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পাবনা জেলার ঈশ^রদী উপজেলার ১ হাজার ৪৫৪ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, খেসারী, ভুট্টা, বিটিবেগুন, গ্রীষ্মকালীন মুগ ও তিল বিনামূল্যে ১৫ লাখ টাকার কৃষি উপকরণ তুলে দেন।
আজ ঈশ^রদী উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী কৃষকদের হাতে এসব উপকরণ দেন।
বস্তা ভাঙ্গার বিড়ম্বনা এড়াতে পাঁচ জন ও দশ জন কৃষকের দল তৈরি করে উপকরণসমূহ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ বলেন, কৃষকবান্ধব জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতে দুর্নীতি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি করা যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো সদস্য দুর্নীতির সাথে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এসময় তিনি নারীদের কৃষি কাজে এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকার ২ লাখ ৩১ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করেছে। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সেচ কার্যক্রম, খাল পুনঃখনন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে।

জাতীয়