চিরিরবন্দরে ৪৬ তম জাতীয় সমবায় দিবসের র‌্যালী ও আলোচনা সভা

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
‘‘উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দিনাজপুরের চিরিরবন্দরে পালিত হয়েছে ৪৬ তম জাতীয় সমবায় দিবস। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমবায় দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়,আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম,রাণীরবন্দর আর.সিএল কোঃঅপা সভাপতি মো:রবিউল ইসলাম,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সিফাত শাহ বক্তব্য রাখেন। এসময় উপজেলার ১২ ইউনিয়নের প্রায় ৩ শতাধিক সমবায়ী সদস্য উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

সারাদেশ