কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেডের মধ্যে আজ মাতারবাড়িতে ৫০০-৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সম্মেলনকক্ষে সমঝোতা স¥ারক স্বাক্ষরিত হয়েছে। এর জ্বালানি হবে আমদানিকৃত এলএনজি। যৌথ কোম্পানির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং ডিসেম্বর-২০২১ সাল নাগাদ উৎপাদনে আসবে বলে আশা করা হচ্ছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানির সচিব মোঃ মিজানুর রহমান এবং জাপানের মিৎসুই এন্ড কোং লিমিটেড (এশিয়া প্যাসিফিক)-এর প্রকল্প অবকাঠামো বিভাগের মহাব্যবস্থাপক ইউজি উয়েদা সমঝোতা স¥ারকে স্বাক্ষর করেন।
চুক্তি শেষে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাশেম সহ মিৎসুই এন্ড কোং লিমিটেডের প্রতিনিধিবৃন্দ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেন এবং এ প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা অবহিত করেন। প্রতিমন্ত্রী মিৎসুই লিমিটেডের এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো বিনিয়োগের আহ্বান জানান।
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এসময় উপস্থিত ছিলেন।