রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলখাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন। তার ফলে মন্ত্রণালয় নতুন প্রকল্প গ্রহণ করতে পারছে। এ সরকারের আমলে অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগণ রেলের মাধ্যমে আরো উন্নত সেবা পাবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসন প্রকল্পের চুক্তিস্বাক্ষর অনুঠানে এসব কথা বলেন। বাংলাদেশের পক্ষে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. আঃ হাই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের কালিন্দী রেল নির্মাণ এর ভাইস প্রেসিডেন্ট ওভারসিস প্রজেক্ট শারদ শর্মা চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতের লাইন অভ্ ক্রেডিট এর অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে।
মন্ত্রী বলেন, রেলখাত এগিয়ে চলেছে। জনগণ এর সুফল পাচ্ছে। ভবিষ্যতে রেলখাত আরো এগিয়ে যাবে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন লাইন নির্মিত হচ্ছে , পুরানো লাইন সংস্কার করা হচ্ছে, নতুন কোচ, ইঞ্জিন আনার মাধ্যমে সেবার পরিধি আরো বাড়ানো হচ্ছে।
প্রকল্পের আওতায় বাঁধ, সেতু নির্মাণ, স্টেশন ভবন, প্ল্যাটফরম, শেড নির্মাণ, লেভেল ক্রসিং, রেল লাইন সংস্কার রয়েছে। এতে মোট মেইনলাইন ৪৪ দশমিক ৭৭ কিলোমিটার এবং লুপলাইন ৭ দশমিক ৭৭ কিলোমিটার সংস্কার করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী চুক্তির তারিখ থেকে ২৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ এতে সভাপতিত্ব করেন।