শান্তি-উন্নয়নের সুফল প্রতিঘরে পৌঁছুতে সমাজতন্ত্র —তথ্যমন্ত্রী

সমাজতন্ত্রকে শান্তি ও উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছুতে সবচেয়ে কার্যকর চেতনা বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষক ও বলিষ্ঠ সমাজতান্ত্রিক নেতা আ ফ ম মাহবুবুল হকের শোকসভায় মন্ত্রী বলেন, সমাজতন্ত্র যেমন চাষি-শ্রমিক-মজুরদের গণতন্ত্রে অংশ নিতে শেখায়, তেমনি জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য দূর করার সংগ্রামকেও এগিয়ে নেয়। তাই সমৃদ্ধির সুফল প্রতিঘরে পৌঁছুতে এটি সবচেয়ে কার্যকর পথ। একারণেই সংবিধানে সমাজতন্ত্র জাতীয় চার মূলনীতির অন্তর্ভুক্ত, বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আ ফ ম মাহবুবুল হক ছিলেন সমাজতন্ত্রের লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধসহ সকল জাতীয় ও গগণতান্ত্রিক সংগ্রামে অংশ নেবার মৃত্যুঞ্জয়ী উদাহরণ। রাজনীতিতে তার আপোশহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের পথ দেখাবে। বাসদ সভাপতি আ স ম আব্দুর রবসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, সমাজতান্ত্রিক রাজনীতিক ও গবেষকগণ সভায় হƒদয়গ্রাহী বক্তব্য রাখেন।
মস্তিষ্কে রক্তক্ষরণের পর আ ফ ম মাহবুবুল হক গত ১০ নভেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
#

জাতীয়