বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটনকে অর্থনৈতিক কর্মকা-ের অন্যতম উৎসে পরিণত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুইজারল্যান্ডের মতো করে বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন এবং কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনের গোড়াপত্তন করেছিলেন। এছাড়া সমুদ্রের অমিত সম্ভাবনাকে অর্থনৈতিক সমৃদ্ধিতে উত্তরণে ১৯৭৪ সালে সমুদ্রসীমা আইন প্রণয়ন করছিলেন। তাই এ কথা নির্দ্বিধায় বলা যায় বঙ্গবন্ধু দেশে পর্যটন শিল্পেরও জনক।
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাচিায় সড়ক পরিবহন সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃায় এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদিরের সভাপতিত্বে এতে আরো বক্তৃতা করেন সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গঠনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে আজ জঙ্গিবাদের কালো থাবা, সাম্প্রদায়িকতার বিষবাষ্প। যে সাম্প্রদায়িকতার কবর দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। রামু, নাসিরনগর এবং রংপুরের ঘটনা এই অপশক্তির চক্রান্তেরই অংশ। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এই চক্রান্ত রুখে দাঁড়াতে হবে।