আবু নাঈম রিপন: নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ নভেম্বর শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টার ন্যাশনাল রেজিস্টার”-এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলু রায়ের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি জহিরুল হক মোহন, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন প্রমুখ। এরপূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয়