মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি। নারী অনেক সময় স্বেচ্ছায় পুরুষের প্রতি নির্ভরশীল হতে চায়। নির্ভরশীল হয়ে কখনও সমান অধিকার পাওয়া যায়না। এজন্য পুরুষের ওপর নারীদের নির্ভরশীলতা কমাতে হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ উপলক্ষে ১৬ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীনির্যাতন প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক যত সনদ আছে বাংলাদেশ তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রযুক্তির প্রসারের কারনে নির্যাতনের ধরণেও পরিবর্তন এসেছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন (১০৯) বাংলাদেশের প্রতিটি নারীর কাছে পৌঁছাতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে ঘোষণা করে এবং ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতারোধে ১৬ দিনের কর্মসূচি পালন করে ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গরধ ঝবঢ়ঢ়ড়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর বাংলাদেশ প্রতিনিধি ওড়ৎর কধঃড়, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি ঝযড়শড় ওংযরশধধি, ইউএস এম্ব্যাসির কনসাল জেনারেল ঝযধৎড়হ ডবষবৎ, সহ ্আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।