মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ৫ দিনের ব্যবধানে দোকানসহ দুই বাড়ীতে চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসী আতঙ্কে রাত্রি যাপন করছে। জানা গেছে, গত ২৮ নভেম্বর চোরেরা গভীর রাতে উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বিলাত আলীর পুত্র রহমত আলীর বাড়ীর প্রাচীর টপকিয়ে সদর দরজার কড়া খুলে দুই লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে যায়। এর দুইদিন পূর্বে তার বাড়ীর পার্শ্বের মুদি দোকানের তালা ভেঙ্গে মোবাইল অন্যান্য মালামালহ প্রায় নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায়। শুধু রহমত আলীর নয় ৫ দিন পুর্বে ব্রম্মপুর গ্রামের মৃত আব্দুল গফফারের পুত্র মোঃ বাচ্চুর বাড়ীতে চোরেরা একই কায়দায় ঢুকে দু’টি গরু নিয়ে বাহির করে নিয়ে গেলে একটি গরু তাদের হাত ফসকে পালিয়ে আসে। নারায়নপুর গ্রামের শিক্ষক শামীম রেজা জানান, চোরের উপদ্রপ বেড়ে যাওয়ায় আমরা প্রতিরাতে প্রতি বাড়ীতে সকল সদস্য পর্যায়ক্রমে বিনিদ্র রাত্রিযাপন করছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নূর-এ-কামাল জানান, চোরের উপদ্রপ বাড়ায় গ্রাম পুলিশসহ থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে কয়েকদিন আগে ব্রম্মপুরে একটি বাড়ীতে চুরি হয়েছিল। তাছাড়া চুরির ঘটনা নেই বললেই চলে।##