যশোর এম এম কলেজের অধ্যক্ষের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

যশোর এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, মিজানুর রহমান একজন নিবেদিত প্রাণ ও আদর্শ শিক্ষক ছিলেন। তার অভাব সহজেই পূরণ হবার নয়। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন অধ্যক্ষ মিজানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ দুপুরে অধ্যক্ষ মিজানুর রহমান হƒদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ২০১৬ সালের ৪ জানুয়ারি যশোর সরকারি এম এম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

জাতীয়