বান্দরবান পার্বত্য জেলা সদরে প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী অরুণ সারকীর স্মৃতি রক্ষার্থে আজ ‘অরুণ সারকী টাউন হল’ উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে নতুন এই টাউন হলের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য সংস্কৃতির ঐতিহ্যে ৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ সম্পন্ন হয়। ২০১১ সালে এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, আচার-অনুষ্ঠানের যথাযথভাবে সংরক্ষণে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এ অঞ্চলের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবসার, ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার প্রসেঞ্জিত চাকমা এবং বান্দরবান জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ¤্রাে, তিং তিং ম্যা মারমা।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ২৫টি ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। উল্লেখ্য, প্রয়াত অরুণ সারকী বাংলাদেশ বেতার ও বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে গান পরিবেশন করে ব্যাপক সুখ্যাতি ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রথম সংগীত ক্লাব হিসেবে স্বরলিপি শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি ২০১১ সালের ২৭ নভেম্বর পরলোক গমন করেন।