সুলতানা জুট মিলস্ লিঃ টেক-ব্যাক করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়

সুলতানা জুট মিলস্্ লিঃ পুনঃগ্রহণ (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর কারণ হিসেবে বলা হয়, গত ৩০.১১.১৯৮২ তারিখে শিল্পনীতির শর্তসমূহ প্রতিপালন করে সরকার উক্ত কোম্পানির সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি এবং সরকার, বিজেএমসি ও মিল কর্তৃপক্ষের সাথে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তিমূলে মিল গ্রহীতাগণ মিলের বিপরীতে সরকার ও সরকারের আর্থিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় দায়-দেনা পরিশোধ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে মিলের ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে । কিন্তু মিল কর্তৃপক্ষ সরকার, বিজেএমসি ও অন্যান্য সরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহের পাওনা পরিশোধ করেনি । মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-কে মিলের নিকট সরকারের পাওনা পরিশোধের জন্য একাধিক তাগিদপত্র প্রদান করা সত্ত্বেও সরকারি পাওনা পরিশোধ করেনি । মিলের মেশিনারিজগুলো তুলে একপাশে স্তূপ করে ফেলে রাখায় সরকারের সাথে সম্পাদিত চুক্তিদ্বয় ভঙ্গ হয়েছে । এছাড়াও দীর্ঘদিন যাবৎ মিল বন্ধ রেখেছে, হাজার-হাজার শ্রমিক-কর্মচারীকে তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছে, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তর চুক্তি লঙ্ঘিত হয়েছে ।
এজন্য জনস্বার্থে ঈড়হঃৎধপঃ অপঃ ১৮৭২ (ওঢ ড়ভ ১৮৭২) এর ৩৯নং ধারা অনুযায়ী ৩০ নভেম্বর, ১৯৮২ খ্রিস্টাব্দ তারিখে সম্পাদিত মিল হস্তান্তর চুক্তিদ্বয় (দ্বিপাক্ষিক ও ত্রিপক্ষীয়) বাতিল করা হয়। সুলতানা জুট মিলস্ লিঃ, বাঁশবাড়িয়া, সীতাকুন্ড, চট্টগ্রাম কারখানাটিসহ উক্ত কোম্পানির যাবতীয় শেয়ার, স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব সরকার কর্তৃক ৭ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ/ ২৩ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ তারিখে পুনঃগ্রহণ (টেব-ব্যাক) করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলটি ব্যবস্থাপনার নিমিত্ত মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিজেএমসি’র নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়।

উল্লেখ্য, হস্তান্তরের চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং মিলের উৎপাদন বন্ধ রাখায় এ পর্যন্ত সুলতানা জুট মিলস্ লিঃ নিয়ে ১২টি মিল পুনঃগ্রহণ (টেক ব্যাক) করল বস্ত্র ও পাট মন্ত্রণালয় ।

জাতীয়