যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ইতালিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান মহান বিজয় দিবস উদ্যাপন করে। ৪৭তম মহান বিজয় দিবসের এই আয়োজনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দ এবং মিলানে অবস্থিত সকল শ্রেণি পেশার নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিবসের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পবিত্র কোরান তিলাওয়াত, পবিত্র গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দিসবের কার্যক্রমের দ্বিতীয় অংশ শুরু করা হয়। শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। ইতালিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।