দেবীদ্বার প্রতিনিধি : দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান’র পিতা হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ(৮৫) গত রোববার রাত সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের আত্তার মাগফেরাত কামনায় দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের ইব্রাহীমিয়া কারীমিয়া মদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ মৃত্যুকালে স্ত্রী, ৬পুত্র, ২কণ্যা, বহু নাতী-নাতনী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত সোমবার বাদজোহর কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। প্রয়াত হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ’র পরিবারকে শান্তনা দিতে বাসায় ছুটে যান, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দিপঙ্কর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মার্মা, শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসু সাইন চৌধূরী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এছাড়াও মরহুমের জানাযায় বৃষ্টি উপেক্ষা করে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধূরী বেবী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজি সংগঠনের নেতা কর্মী সহ বিপুল সংখ্যক বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মরহুম হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী ও প্রধান শিক্ষক হিসেবে প্রায় ৩২বছর শিক্ষাকতা এবং কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৪২ বছর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুম হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ কাপ্তাই এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এবং সকলের নিকট গ্রহণযোগ্য আলেমে দ্বীনহিসেবে পরিচিত ছিলেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান’র পিতা হাফেজ মাওলানা মোজাফ্ফর আহমেদ(৮৫)’র মৃত্যুতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, ন্যাপ কেন্দীীয় কমিটির কার্যকরী সভাপতি আমেনা আহমেদ এমপি, সাবেক মন্ত্রী ও এমপি এ,বি,এম,গোলাম মোস্তফা, আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল খান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, দেবীদ্বার উপজেলা ন্যাপ’র সভাপতি অনিল চক্রবর্তী, দেবীদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা হোজী মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তর দেবীদ্বার প্রতিনিধি মোঃ আক্তার হোসেন গভীর শোক, ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।