মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, বেগম নাসরিন জাহান রতœা, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং বেগম রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রগতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র/ক্লিনিক/হাসপাতাল সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক মেমোরি অভ্ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর সুপারিশ করে।
বৈঠকে ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের সফটওয়ার তৈরির কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতঃ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডাটাবেজ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। কমিটি শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।
এছাড়া বৈঠকে নারী আইসিটি ফ্রি-লান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে ও যথাসময়ে দক্ষতার সাথে বাস্তবায়ন এবং বিভাগীয় পর্যায়ে আরো ৬টি জবস ফেয়ার আয়োজনেরও সুপারিশ করে। প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগিদ দেয়া হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

জাতীয়