ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ব্যাংকগুলো যথাযথভাবে উদ্যোগ নিলে উত্তরাঞ্চলের কোল্ড স্টোরেজগুলো রক্ষা করা সম্ভব। তিনি বলেন, উত্তরবঙ্গের জনগণের কর্মসংস্থান বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকারদের উদ্যোগ নিতে হবে।
ডেপুটি স্পিকার আজ ঢাকায় বিসিআইসি অডিটরিয়ামে ঢাকাস্থ উত্তরবঙ্গ ব্যাংকার্স কল্যাণ ফোরাম আয়োজিত গুণী ব্যাংকার সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডেপুটি স্পিকার উত্তরবঙ্গের অধিবাসী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ব্যাংকের শীর্ষপদ অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে গুণী ব্যাংকারদের হাতে সম্মাননা তুলে দেন এবং এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সংবর্ধিত গুণী ব্যাংকারগণ বক্তব্য রাখেন।