দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমান সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিদ্যুতের ৫২১ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছে। এতে ৫৫ হাজার ১ শত ৮০ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে। সংযোগপ্রাপ্ত মোট গ্রাহকের অর্ধেকের বেশি গত চারবছরে সংযোগ সুবিধা পেয়েছে।
মন্ত্রী আজ তার সংসদীয় এলাকা মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিদ্যুতের নবনির্মিত ১৩ টি লাইনের মাধ্যমে ২০ কিলোমিটার লাইন উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। চাঁদপুর পল্লী বিদ্যুতায়ন সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের এবং মতলব উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার এসময় উপস্থিত ছিলেন।
মায়া বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে লোডশেডিংমুক্ত বাংলাদেশ তৈরি করেছেন। তিনি বলেন, এখন গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সবজায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ বছরের মধ্যে প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ^াস দিয়ে তিনি বলেন, এর ফলে গ্রামের শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে এবং লেখাপড়ার মান বাড়বে।
মন্ত্রী আরো বলেন, লোডশেডিংয়ের আশঙ্কা মুক্ত হওয়ায় গ্রামেগঞ্জে এখন কলকারখানা হচ্ছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।