প্রণব মুখার্জীর সাথে জাসদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে হোটেল সোনারগাঁয়ে আজ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দলের শীর্ষ নেতারা একান্ত সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, একাত্তরের মহাযুদ্ধে প্রণব মুখার্জী, ইন্দিরা গান্ধী ও সমগ্র ভারতের সাহসী ভূমিকার জন্য আবারও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিশ^ প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জন্য জঙ্গিবাদই সবচেয়ে বড় সমস্যা বলে বৈঠকে একমত পোষণ করেন তারা। দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর করে উন্নয়ন ও সভ্যতাকে এগিয়ে নিতে জঙ্গিবাদ মোকাবিলায় ভারত ও বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে কাজ করবে, জানান তথ্যমন্ত্রী।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও শীর্ষনেতা রেজাউল করিম তানসেন এমপি, এ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নূরুল আখতার ও কার্যকরী সদস্য হাসিনা আখতার বৈঠকে যোগ দেন।

জাতীয়