নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এশিয়ান টাইমস্ চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮ (৪ঃয বফরঃরড়হ ড়ভ ঃযব এষড়নধষ ইঁংরহবংং ঝঁসসরঃ-২০১৮) এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামীকাল স্থানীয় হোটেল তাজ প্যালেসে দু’দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করবেন।
টাইমস্ গ্রুপের আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে তিনি আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়াও ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলী (অৎঁহ ঔধরঃষবু), রেলওয়ে ও কয়লাবিষয়ক মন্ত্রী পীযুষ গয়াল (চরুঁংয এড়ুধষ), ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ানসহ (অৎারহফ ঝঁনৎধসধহরধহ) বিশ্বের বিভিন্ন দেশের
নীতি নির্ধারকগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তার উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে মতবিনিময় করবেন।
শিল্পমন্ত্রী ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।